কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নে অজানা কারণে ১৮ বছরেও বারাম বাড়ি-নয়াচর ব্রিজের কাজ সম্পূর্ণ হয়নি।
এতে করে এই দুই গ্রামবাসীর মধ্যে চলাচলে দুর্ভোগের পাশাপাশি নয়াচর প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা আশা যাওয়া করতে গিয়ে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা।
এমনকি অনেক শিক্ষার্থী সাঁকো বেয়ে বিদ্যালয়ে যেতেও অনিহা প্রকাশ করে বলে অভিভাবক দের অভিযোগ।
বারাম বাড়ি গ্রামের বাসিন্দা মিলন আক্তার বলেন, আজ অনেক বছর ধরে এই ব্রিজটি হচ্ছে না। সারা বছর সাঁকো বেয়ে ছেলে-মেয়ে নয়াচর স্কুলে যেতে হয়। আমরা চাই ব্রিজটি যেনো দ্রুত করা হয়। একই গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, আনুমানিক ১৮ বছর হবে ব্রিজটি এ অবস্থায় পরে আছে, কাজ হয়না। গত বছর শুনেছি নতুন করে ব্রিজ হবে কিন্তু হয়নি। আমাদের গ্রামবাসীর দাবি দ্রুত ব্রিজটি নির্মাণ করা হলে আমাদের ছেলে-মেয়েরা নির্বিঘ্নে স্কুলে যেতে পারবে।
নয়াচর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র নুর নবী জানায়, সাঁকো দিয়ে স্কুলে যেতে আমাদের ভয় লাগে। ঝর্ণা বেগম বলেন, অনেক ছেলে-মেয়ে স্কুলে যেতে চায়না। ব্রিজটি দ্রুত নির্মাণের দাবি জানাচ্ছি।
এবিষয়ে জানতে নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকাকে ফোন করলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আইও) আহসান উল্লাহ বলেন, এই ব্রিজটির গত বছর দরপত্র হয়ে ছিল নির্মাণ সামগ্রী নেওয়ার মতো রাস্তা না থাকায় কাজটি করা সম্ভব হয়নি। এবছর আবারও নতুন করে প্রকল্প দিয়েছি আশা করি এবছর করতে পারবো ইনশাআল্লাহ।