আগস্ট ১৯, ২০২০
১০:৫৫ অপরাহ্ণ

২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক কামাল উদ্দিনের মেয়ের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ

খবর ডেস্ক: দৈনিক জনতার সিলেট ব্যুরো প্রধান ও সিলেট প্রেসক্লাবের সদস্য কামাল উদ্দিন আহমদের মেয়ের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে দিলেন বন্দর বাজার পুলিশ ফাড়ির এসআই আকবর ভূইয়া। তিনি বুধবার (১৯ আগষ্ট) কামাল উদ্দিন আহমদ ও তার মেয়ের হাতে উদ্ধারকৃত মোবাইল ফোনটি তোলে দেন।

জানা যায়, মঙ্গলবার(১৮ আগষ্ট) বিকেল সাড়ে পাঁচটায় নগরীর করিম উল্লাহ মার্কেটের সামনে থেকে সাংবাদিক কামাল উদ্দিন আহমদের মেয়ের মোবাইল ফোনটি পকেটমার নিয়ে যায়।

বিষয়টি সাংবাদিক কামাল উদ্দিন আহমদ ঐদিনই বন্দর বাজার পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। সাথে সাথে পুলিশ তদন্তে নামে। তদন্তের এক পর্যায়ে পুলিশ মোবাইলের সন্ধান পায়।

বন্দর বাজার পুলিশ ফাড়ির এসআই আকবর ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই মোবাইল উদ্ধারে তদন্ত শুরু করি। তদন্তে আমরা পকেটমারদের সন্ধান পাই। পরে তাদের এক সোর্স হারিযে যাওয়া মোবাইলটি আমাদের ফাড়িতে দিয়ে যায়। তিনি আরো বলেন, আমরা ছিনতাইকারীদের পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছি, খুব তাড়াতাড়ি তাদের গ্রেফতার করতে সক্ষম হবো।

সাংবাদিক কামাল উদ্দিন আহমদ জানান, তার মেয়ের হারিয়ে যাওয়া মোবাইলটি বুধবার বন্দর বাজার পুলিশ ফাড়ির এসআই আকবর ভূইয়ার মাধ্যমে ফেরত পেয়েছেন। মোবাইলটি ফেরত পাওয়ায় তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *