এয়ারপোর্ট থানা প্রতিনিধিঃ ৩য় সাহেবের বাজার প্রিমিয়ারলীগের উদ্বোধন করা হয়েছে। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সাহেবের বাজার পশ্চিম মাটে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্ণামেন্ট।
৩য় সাহেবের বাজার প্রিমিয়ারলীগ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ইকলাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাহেবের বাজার হাইস্কুল এন্ড কলেজের শিক্ষানুরাগী শামীম আহমদ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহেল আহমদ, সাহেবের বাজার হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল বাসিত, সাংবাদিক ইদ্রিস আলী, হাজি আব্দুস ছামাদ একাডেমির সহকারী শিক্ষক কাওছার আহমদ, খাদিম নগর ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ছালিয়া চেতনা সমাজকল্যাণ সংস্হার সভাপতি আলেক আহমদ, আলোর পথিক সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক বাবু উপেন্দ্র ঘোষ, সদর উপজেলা সেচ্ছ্বা্সেবকলীগ নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।