জুলাই ৩০, ২০২০
৫:৫৩ অপরাহ্ণ

৫০টি পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিলো কোম্পানীগঞ্জ থানা পুলিশ

আজকের খবর: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় গ্রাম পুলিশসহ অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কোম্পানীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল, সেকেন্ড অফিসার অভিজিত দাস, এসআই স্বপন মিয়া, এসআই মিজানুর রহমান, এসআই মোস্তাক আহমদ, এএসআই নাজমুল প্রমুখ।

কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল বলেন, করোনাভাইরাসের কারণে এবার ভিন্ন এক পরিস্থিতিতে পবিত্র ঈদুল আযহা পালিত হচ্ছে। এরমধ্যে কোম্পানীগঞ্জে কয়েক দফা বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব চিন্তা থেকেই আমাদের পুলিশ সদস্যদের অর্থায়নে আমরা নিজেদের সাধ্যমতো মানুষকে সাহায্য করেছি। যাতে এসব মানুষ পরিবার-পরিজন নিয়ে ঈদ পালন করতে পারেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *