অক্টোবর ৮, ২০২০
৭:০০ পূর্বাহ্ণ

৬-০ গোলের বিশাল জয় ইতালির

ক্রীড়া ডেস্কঃ- প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে জয়ের হাসি হাসলো ইতালি। ৬-০ গোলে হারালো অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ মলডোভাকে।

রবার্তো মানচিনির অধীনে উড়তে থাকা দলটাকে নিয়ে সন্দেহ প্রকাশ করবার মতো কোন অবকাশ ছিলোনা এ দিনও।

প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করেই, ফর্মেশন সাজান তিনি। আজ্জুরিদের চিরায়ত ৪-৩-৩ ই ছিলো মলডোভা বধের কৌশলে। যদিও, ব্লুদের আটকাতে বেশ অভিনব উপায় ধরেছিলেন ফিরাত। ৩-৫-১-১ এর মতো উদ্ভট এক কৌশল নিয়ে মাঠে নামান দলকে।

আধ ডজন গোলের সূচনা করেন ক্রিস্টান্টে। বোনাভেঞ্চুরার অ্যাসিস্ট থেকে ১৮ মিনিটেই গোল মুখ খুলে ফেলেন তিনি। যেটা আর বন্ধ করতে পারেনি আতিথিরা। পরের গোলের জন্য অপেক্ষা মাত্র ৫ মিনিটের। ২৩ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন কাপুতো।

৯০ মিনিটের ম্যাচটা অর্ধেক সময়েই শেষ করে ফেলার চিন্তা নিয়ে খেলতে থাকে আজ্জুরিরা। ৩০ মিনিটে এগিয়ে যায় তিন গোলে। এবার স্কোরশিটে নাম লেখান এল শারাওয়ি। ৭ মিনিট বাদে আবারো গোলের বাঁশি বাজান রেফারি। তবে এটা ইতালিয়ান কারো পা থেকে আসেনি। আত্মঘাতি গোল করে দলের যন্ত্রণা আরো বাড়িয়ে দেন পোসমাক।

বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ৫ম গোল পায় মানচিনি বাহিনী। স্কোরার পুরানো ঘোড়া, এল শারাওয়ি। ফিরে এসে অবশ্য ক্লান্তি ধরে ইতালিয়ানদের। গোল করার চেয়ে বল দখলে নিয়ে সময় কাটানোতেই মনোযোগ দেয় তারা।

যদিও, এর মাঝেই ৭২ মিনিটে দলের হয়ে আধ ডজন গোল পূরণ করেন বেরার্দি। এরপর আর কোন গোল না হলেও, বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *