খবর ডেস্ক: কোম্পানীগঞ্জের শিমুলতলা গ্রামের আব্দুল জলিলের মেয়ে হালিমা বেগম (২৫) থাকেন সহরে। নিজ গ্রামে জমি নিয়ে বিরোধের যেরে প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য তিনি বনেযান পুলিশ অফিসার। সিলেট থেকে পুলিশের ইউনিফর্ম সংগ্রহ করে গিয়েছিলেন গ্রামে। সেখান থেকে সিলেটে এসে ধরা পড়েন পুলিশের হাতে।
রোববার (১৫ নভেম্বর) নগরের শাহজালাল (র.) দরগাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় নগর পুলিশ।
পুলিশ জানায়, রোববার সকালে হযরত শাহজালাল (র.) মাজাররে প্রধান ফটকের সামনে থেকে একজন নারীকে পুলিশের ইউনিফর্ম পড়া অবস্থায় দেখতে পান এসআই মো. আব্দুল বাতেন ভূঁইয়া। ওই নারীকে তার সন্দেহ হলে কনস্টেবল রাজুফা খাতুনের মাধ্যমে হালিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে হালিমা জানান, তার গ্রামের বাড়িতে জায়গা জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। প্রতিপক্ষকে শায়েস্তা করতে শনিবার পুলিশের ইউনিফর্ম সংগ্রহ করে তা পড়ে তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। রোববার সকালে পুলিশের ইউনিফর্ম পড়ে কোম্পানীগঞ্জের পুলেরমুখ থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে সিলেট নগরের শাহজালাল (র.) মাজারে আসেন।
হালিমা বেগমের বিরুদ্ধে এসআই মো. আব্দুল বাতেন ভূঁইয়া বাদী হয়ে কোতোয়ালি মডেল থানার মামলা দায়ের করেছেন।