বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে বীর
মুক্তিযোদ্ধার মোকলেছার এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
তিনি বদলগাছী সদরের বাসিন্দা। জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে ভুগছিলেন। গত ১৮ নভেম্বর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন রাতেই ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জবির উদ্দীন এফএফ, মুক্তিযোদ্ধা ডিএম এনামুল হক বদলগাছী থানার এস,আই কামরুল ইসলাম প্রমুখ। এসময় বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ১৯ নভেম্বর বাদ আসর বদলগাছী সরকারি পাইলট হাইস্কুল মাঠে জানাজা শেষে তাঁর লাশ বদলগাছী সরকারি কবরস্থানে দাফন করা হয়।