ডিসেম্বর ১, ২০২০
৪:৫৩ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও নেতৃত্ব সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে- এমপি হেলাল

মোঃ আব্দুল মালেক, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-নওগাঁর রাণীনগরে আজ সকাল ১১ টায় গোনা ইউনিয়ন ভূমি অফিস চত্তরে গোনা ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে।
উক্ত ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।
তিনি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও নেতৃত্ব সারা বিশ্বে বাংলাদেশের প্রশংসিত হচ্ছে। এবং পর্যায়ত্রুমে প্রতিটি ভূমি অফিস গুলো আধুনিকায়ন ভবন স্থাপন করার জন্য শেখ হাসিনা সরকার উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন-বাংলাদেশ এখন উন্নয়নের অগ্রগতিতে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে। আজ বুধবার গোনা ইউনিয়ন ভূমি অফিস ভবনের ভিত্তি প্রস্তুর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উল্লেখিত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন- রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব এ,কে,এম মোহসীন আলী খাঁন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোঃ আবুল হাসনাত খাঁন হাছান,সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন রাঙ্গা,
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-৩নং গোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওগাঁ জজকোর্টের জিপি এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিরোজ,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,রাণীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন জয়, ৩নং গোনা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য,গ্রাম পুলিশ ও এলাকার গন্যমান্য বক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *