আজকের খবরঃ “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সিলেট বিভাগীয় তথ্য অফিসের ঘোষক মোঃ লেবাছ উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক মিজ্ শাহিনা আক্তার।
সিলেট বিভাগীয় জেলা তথ্য অফিসের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরশাদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিভাগীয় তথ্য অফিস সিলেটের পরিচালক মিজ্ জুলিয়া যেসমিন মিলি, কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, তথ্য সেবা কর্মকর্তা রোখসানা আক্তার রতনা। সমাবেশে বিভিন্ন গ্রাম থেকে আগত যুবতী ও মহিলারা উপস্থিত ছিলেন।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী।