ডিসেম্বর ১০, ২০২০
১:৪৮ অপরাহ্ণ

নওগাঁয় “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন

(নওগাঁ)প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে নওগাঁর সাপাহারে কবি আমিনুল ইসলাম রচিত তৃতীয় কাব্যগ্রন্থ “ জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোড়ক উন্মোচনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ইসলামপুর গ্রামের খ্যাতিমান কবি আমিনুল ইসলামের তৃতীয় কাব্যগ্রন্থ “মহানায়ক শেখ মুজিবুর রহমান” গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার প্রমূখ।

এর আগে কবি আমিনুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ “যৌবনে জয়ের নেশা”, দ্বিতীয় কাব্যগ্রন্থ “দু’জনে” বেশ সাড়া ফেলেছিলো পাঠক মহলে। বর্তমানে তার তৃতীয় কাব্য গ্রন্থ “মহানায়ক শেখ মুজিবুর রহমান” পাঠক মহলে ব্যাপক সমাদৃত হবে বলে মনে করেন কবি আমিনুল ইসলাম।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *