নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজলায় জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছ। জাতীয় ও দলীয় পতাকা উত্তালন, নীরবতা পালন এবং আলাচনা সভার মধ্য দিয় জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়ছ। রাণীনগর উপজলা আওয়ামী লীগর আয়াজন রবিবার সকাল উপজলা আওয়ামী লীগর দলীয় কার্যালয় এই কর্মসূচী পালন করা হয়।
রাণীনগর উপজলা আওয়ামী লীগর ভারপ্রাপ্ত সভাপতি ও উপজলা পরিষদর চয়ারম্যান মুক্তিযাদ্ধা আব্দুর রউফ দুলুর সভাপতিত্ব অনুষ্ঠান প্রধান অতিথি হিসাব বক্তব্য রাখন, শ্রম ও কর্মসং¯াণ সম্পর্কিত সংসদীয় ¯ায়ী কমিটির সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনর এমপি আনায়ার হাসন হলাল।
অনুষ্ঠান আরা বক্তব্য রাখন, উপজলা আওয়ামী লীগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রজাউল ইসলাম সহ অনকই। এ সময় উপজলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বছাসবকলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ সহ অঙ্গ ও সহযাগী সংগঠনর নতাকর্মীরা উপ¯িত ছিলন।