কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের বড় গাজীপুর গ্রামের সৌদি আরব প্রবাসি শাহ আলমের মায়ের মৃত্যু বার্ষিকীতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
১৪ আগস্ট শনিবার বড় গাজীপুর আজিজিয়া খালেকীয়া এতিমখানায় বাদ যোহর এই মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। প্রায় ৫০ জন এতিম শিশুকে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় ছিলেন বলরামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ও মো. রাশেদ জামান ও প্রচার সম্পাদক এ আর বিল্লাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো.গাজী সোহেল রানা, সিনিয়র সহ সভাপতি সোহেল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তফা কামাল সরকার,সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মুন্সী ও প্রচার সম্পাদক শফিকুল ইসলামসহ গাজীপুর যুব সমাজের আরও অনেকে।