বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সিলেট জেলার অধীনে কোম্পানীগঞ্জ উপজেলা শাখার অনুমোদন দেওয়া হয়েছে।
নবনির্বাচিত কমিটির সভাপতি করা হয়েছে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়াকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ উদ্দিনকে।
৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার আহ্বায়ক শামছুল আলম ও সদস্য সচিব ফেরদৌস খাঁন এই কমিটি অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইকবাল হোসেন, চেরাগ আলী, সাচ্চ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ জাবেদ, নাজমুল হক হেলাল, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ এখলাসুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল কাদির রিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আলীম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আয়শা বেগম, যুব বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, ছাত্র বিষয়ক সম্পাদক আমিরুল হক, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক শ্রী শৈলেন চন্দ্র নাথ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ উবাইদুল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক দিলোয়ার হোসেন, ধর্ম ও সমাজসেবা বিষয়ক সম্পাদক ইউনুস আলী, সদস্য সোহেল আহমেদ, রশিক মিয়া, নিজাম উদ্দিন, শাহীন মিয়া, কবির উদ্দিন, শ্রী রিপন বিশ্বাস, মিল্লাত হোসেন রজুত, আজির উদ্দিন, শ্রী রানু বিশ্বাস পার্থ, শ্রী বিনোদ সরকার, সেলিম মিয়া, কামাল উদ্দিন।