আজকের খবর: রবিবার ২৬ জুলাই দুপুর সাড়ে ১২টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজারে সোনালী ব্যাংক থেকে বয়স্ক ভাতার টাকা তুলতে গিয়ে সিঁড়ির রেলিং ভেঙ্গে শুকুর আলী(৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলা পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরো প্রায় ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, থানা বাজারে অবস্থিত সোনালী ব্যাংকের সিঁড়ির রেলিংয়ে হেলান দিয়ে দাড়ানো ছিলেন বেশ কয়েকজন। আগে থেকেই ঝুঁকিপূর্ণ থাকার কারণে রেলিংটি ভেঙ্গে পড়ে। এ সময় শুকুর আলী গুরুতর আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।