স্টাফ রিপোর্টারঃ
সিলেট নগরীর তালতলাস্থ শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের অনলাইন পাঠদান ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা ৯ই আগস্ট ২০২০ খ্রিষ্টাব্দ রবিবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জামাল আহমদ’র সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মতিউর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক এডভোকেট মো. আব্দুল্লাহ আল-হেলাল, কোষাধ্যক্ষ ডা. এম.এস.আর জাহিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদুর রব, বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য হাফেজ শরীফ আহমদ ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির নতুন মনোনীত শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদুর রব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আখলিমা আক্তার,আহমদ হোসাইন, অঞ্জন রায়, সুনন্দা চক্রবর্তী, রুকসানা বেগম,জাকারিয়া আহমদ,বিলাল মিয়া,সাইলা খানম,রাসেল আহমদ,আরিফা খানম প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক আহমদ হোসাইন।
আলোচনা সভার সভাপতি হাজী জামাল আহমদ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তাঁর বক্তব্যে বলেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই। আর শিক্ষা অর্জনের জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান সহায়ক ভূমিকা পালন করে।
অত্র বিদ্যালয়ের সহ সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল অনলাইনে পাঠদান করার প্রশংসা করে বলেন শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। আপনাদের মননশীল শিক্ষায় শিক্ষিত হয়ে আজকের শিশুরা আধুনিক সভ্যতা সৃষ্টিতে অগ্রসর হবে। করোনাকালীন সময় শিক্ষার্থীদের অনলাইনে পাঠদান করাই এই প্রতিষ্ঠান দ্রত গতিতে এগিয়ে যাচ্ছে এতে অচিরেই সিলেটের একটি সেরা বিদ্যালয়ের স্বীকৃতি লাভ করবে।