আজকের খবর: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের উদ্যোগে বঙ্গবন্ধু ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
১৭ আগস্ট সোমবার দুপুর সাড়ে ১২টায় জামিয়া রহমানিয়া মাদ্রাসার প্রাঙ্গণে ২ শত গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ জামাল উদ্দিন।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার গাছের চারা রোপণ করার কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কলাবাড়ি মখজনুল উলুম মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুল মুছাব্বির, ক্বওমী মাদ্রাসা ঐক্য পরিষদ-কোম্পানীগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, জামিয়া রাহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান আল হেলাল, মোঃ আব্দুল কাইয়ুম মাস্টার প্রমুখ।