আগস্ট ১৭, ২০২০
৪:৪৯ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন

খবর ডেস্ক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার ১৫ই আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় মিশিগান স্টেট যুবলীগ সভাপতি রাজেল তালুকদার ও সাধারন সম্পাদক ফরহাদ আহমেদ গুলজারের নেতৃত্বে মিশিগানে এই প্রথম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোড়াল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, এছাড়া শোক দিবস উপলক্ষ্যে মিলাদ, দোয়া মাহফিল আলোচলা সভা ও কাঙ্গালীভোজের আয়োজন করে মিশিগান স্টেট যুবলীগ ।

মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ গুলজার জানান, ১২ ফুট উঁচু ও ৮ ফুট প্রশস্ত মোড়ালটি নির্মাণ করা। প্রতিকৃতির সামনের অংশ কার্পেটিং করা হয়েছে। লাগানো হয়েছে বাহারি রঙের ফুলের গাছ। আলোকসজ্জার জন্য লাগানো হয়েছে বৈদ্যুতিক বাতি। এ মোড়ালের মাধ্যমে আমেরিকায় জন্ম বা বেড়ে ওঠা বাংলাদেশি ও আমেরিকার অন্যান্য জাতিগোষ্ঠী বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় কর্মজীবন সম্পর্কে জানবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিশিগান আওয়ামীলীগের সম্মানিত সভাপতি ফারুক আহমদ চান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মিশিগান স্টেট আওয়ামীলীগগের সাধারন সম্পাদক আবু আহমদ মুসা।

উপস্থিত ছিলেন, আলফু কামালী, মিশিগান স্টেট আওয়ামীলীগগের সহ সভাপতি মোঃ আবুল হোসেন সোলাইমান, সহ সভাপতি মাহবুব রাব্বি খান, সহ সাধারণ সম্পাদক খালেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক দিলোয়ার আনসারী পাভেল, সমবায় বিষয়ক সম্পাদক, উপদেষ্ঠা সফিকুল ইসলাম আহমেদ, উপদেষ্ঠা সাহেদ আহমদ আনসারী,উপদেষ্ঠা নুরুল আমিন মানিক,উপদেষ্ঠা মঞ্জুর খান উপদেষ্টা, উপদেষ্ঠা মস্তফা আল্লামা,
যুক্ত রাষ্ট্র মিশিগান আওয়ামীলীগের উপদেষ্ঠা অপু বড়ুয়া।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মিশিগান মহানগর আওয়মীলীগ সহ-সভাপতি ও মিশিগান যুবলীগের প্রতিষ্টাতা সাবেক সভাপতি আজাদ খান, সহ সভাপতি তুহিন চৌধুরী, যুগ্ন-সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা মিজান মিয়া জসীম, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ। সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন জাবেদ, মিশিগান স্টেট
ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন মামুন, সহ সভাপতি এ জে পাশা, সাধারণ সম্পাদক রিবু চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন মিশিগান স্টেট আওয়ামীলীগ মহানগর আওয়ামীলীগ স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *