অক্টোবর ১৫, ২০২০
৮:০৮ অপরাহ্ণ

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালে মাছ নিধন

মোঃ জামিল হায়দার (জনি),
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় জামতলী বাজার হইতে বামিহাল বাজার ( দূর্গাপুর বাজার) ভাদাই ব্রিজ পর্যন্ত প্রকাশ্যে এলাকার কিছু কতিপয় অসাধু লোক পানির প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধ সৌতি জাল দিয়ে অবাধে মাছ শিকার করে যাচ্ছে।

সুতি জালের ফাঁদ থেকে বাদ পড়ছে না ছোট-বড় কোন মাছই। এবং সুতি জালের কারনে আবাদি ফসলের ক্ষতি হচ্ছে,পানির বন্ধ হয়ে থাকার কারনে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত বলে জানায় স্থানীয়রা।
সুতি জাল দিয়ে অবৈধভাবে অবাধে মাছের পোনা ও ডিমসহ মা মাছ ধরার ফলে মাছের বংশবৃদ্ধি হ্রাস পাচ্ছে। সেইসাথে ধ্বংস হচ্ছে মৎস্য সম্পদ।

স্থানীয়রা জানায়, অবৈধভাবে মাছ মারছে কিছু অসাধু ব্যক্তি।

সুতি জাল দিয়ে মৎস্য সম্পদ নিধনের নিষেধাজ্ঞা আইন থাকলে ও তার যথাযথভাবে প্রয়োগ না হওয়ায় কিছু অর্থলোভী অসাধু মৎস্য শিকারিদের দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে মাছের বংশবিস্তার। সরকার কারেন্ট জাল উৎপাদনের সাথে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তি, বাজারজাত, ক্রয় ও ব্যবহারকারিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে মাছের অভাব থেকে দেশ কিছুটা হলেও রক্ষা পাবে বলে মনে করেন সচেতন এলাকাবাসী।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অভিযান অব্যহত থাকবে। এজন্য সকলের সচেতনতা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *