খবর ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, চাটিবহর গ্রামের আবুল হোসেনের ছেলে ফখরুল ইসলাম (২০) একই গ্রামের ১৫ বছর বয়সী কিশোরীকে গত ১০ অক্টোবর বসত ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এর পর সে ১৮ অক্টোবর (রবিবার) রাতে আবার ধর্ষণের চেষ্টা করেন।
এই ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২১।
সোমবার (১৯ অক্টোবর) বিকালে চাটিবহর এলাকা থেকে ধর্ষক ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেন কোম্পানীগঞ্জ থানার এসআই শামছুল আরেফিন ও সংঙ্গীয় ফোর্স।
স্থানীয়রা জানান, ফখরুল ইসলামের সাথে ঐ মেয়ের বেশ কয়েকদিন থেকে প্রেমের সম্পর্ক ছিল।
কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ‘চাটিবহর গ্রামে সাড়াশি অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো’