অক্টোবর ২২, ২০২০
১০:২৪ অপরাহ্ণ

সরকার স্বাস্থ্য সেবায় ব্যাপক উন্নয়ন করেছেঃ এমপি হেলাল

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) এর সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলালকে আজ দুপুরে রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষ থেকে সংবর্ধনাকালে নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবার ব্যাপক উন্নয়ন করেছেন। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মৌলিক স্বাস্থ্য সুবিধাসমূহ নিশ্চিত করার লক্ষে স্বাস্থ্য নীতি প্রণয়নে কাজ করে যাচ্ছে।

স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্যসহ পরিবার পরিকল্পনার বর্তমান অবস্থা বিশেষ করে নারী, শিশু ও প্রবীণদের অর্থনৈতিক মুক্তি এবং শারীরিক, সামাজিক, মানসিক ও আত্মিক সুস্থতার ক্ষেত্রে টেকসই উৎকর্ষ সাধনের লক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে জাতীয় স্বাস্থ্য নীতি, জাতীয় খাদ্য ও পুষ্টি নীতি এবং জাতীয় জনসংখ্যা নীতি বাস্তবায়িত হচ্ছে।

উক্ত সংবর্ধনায় উপস্থিত ছিলেন,রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইফতেখার আলম খাঁন ,আর এমও ডাক্তার মাকসুদুর রহমান সনি, হিসাব রক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *