অক্টোবর ২৫, ২০২০
৮:৩২ অপরাহ্ণ

কলাপাড়ায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এইচ এম রাকিবুল ইসলাম হৃদয়
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পৌর শহরের ৬নং ওয়ার্ড নাইয়াপট্রি এলাকায় নিজ কক্ষে গলায় ফাঁস দেয়া অবস্থায় কলেজ ছাত্রী নুপুর মন্ডল (১৮) এর লাশ উদ্ধার করেছে স্বজনরা।
নিহত কলজে ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, শনিবার সকাল ৯টার দিকে নিজ কক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রায় আধা ঘন্টা তার কক্ষ থেকে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দড়জা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুপুরকে মৃত ঘোষণা করেন। নিহত নুপুর কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাইয়াপট্রি এলাকার মহাদেব মন্ডলের মেয়ে। কী কারনে সে আত্মহত্যা করেছে তা বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্যরা।
কলাপাড়া থানার এস আই মো. শওকত জাহান জানান, কলাপাড়াহাসপাতাল থেকে নিহত কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করার জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারনে সে আত্মহত্যা করেছে তার তদন্ত চলছে বলে তিঁনি জানান। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *