খবর ডেস্ক: বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার পদে জাহিদুল ইসলামকে ভোটের মাধ্যমে নির্বাচিত করায় ৫নং ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মো: জাহিদুল ইসলাম ও তার পরিবার।
তিনি এক বিবৃতিতে বলেন, আমার ৫নং ওয়ার্ডবাসী আমার প্রতি শ্রদ্ধা রেখে আমাকে ভ্যানগাড়ি মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয় করেছেন। আমি মনে করি এই বিজয় আমার নয় পুরো ওয়ার্ডবাসীর বিজয়। আমি যেন ওয়ার্ডের মানুষের সেবক হিসাবে সবসময় কাজ করতে পারি। এই দোয়া আপনারা আমার জন্য করবেন। আমার ওয়ার্ডের মুসলিম, হিন্দু সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং আমাকে ওয়ার্ডবাসী ভোটের মাধ্যামে নির্বাচিত করায় আমি ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে আমি যেন ৫নং ওয়ার্ডকে একটি ডিজিটাল মডেল ওয়ার্ড হিসাবে মানুষের কাছে উপহার দিতে পারি আল্লাহ যেন কবুল করেন আমিন।