খবর ডেস্ক:‘মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ এই শ্লোগানে সিলেটের কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রবিবার উপজেলা পরিষদের মিলনায়তনে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। সভায় বক্তারা প্রশিক্ষণ, ঋণের পরিমাণ ও পরিধি বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন আচার্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপেজলা চেয়ারম্যান হাজী মোঃ শামীম আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শরীফুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল ইমরান, দক্ষিণ রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান রোকন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, মাষ্টার আবুল খায়ের প্রমুখ।
পরে প্রশিক্ষণ প্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।